Wednesday, December 7, 2011

Uncommon Games News

বিদ্যুৎ বিভ্রাট আমাদের জন্য সহায়ক হয়েছে: মিসবাহ

ঢাকা, ডিসেম্বর ৬  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে ৫৮ রানের জয়ে বিদ্যুৎ বিভ্রাট সহায়ক হয়েছে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।

বাংলাদেশ ইনিংসের ১৫ ওভার শেষে বিদ্যুৎ চলে গেলে ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। সে সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৬১ রান।

ম্যাচ শেষে তিনি বলেন, “বিদ্যুৎ যাওয়ার আগে বাংলাদেশ দারুণ অবস্থান ছিল। শুরুতে এক উইকেট পড়লেও দ্বিতীয় উইকেট জুটি দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিল।”

“বিদ্যুৎ বিভ্রাট আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সে সময় মহসিন খান ও ইজাজ আহমেদ প্যাভিলিয়নে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা অুনপ্রাণিত হয়ে মাঠে নামি,” যোগ করেন তিনি।

তিনি বলেন, “আমরা জানতাম একটা উইকেট ব্যবধান গড়ে দিতে পারে। সেই লক্ষ্যেই আমরা খেলা শুরু করি। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের আগে যে গতিতে বাংলাদেশ এগোচ্ছিল সেটা তারা হারিয়ে ফেলে।”

১৭৭ রান করেও জয়ের জন্য বোলারদের প্রশংসা করেন মিসবাহ। তিনি বলেন, “এই ম্যাচ বেশ কঠিন ছিল। পুরো কৃতিত্ব বোলারদের। তবে আমরা ব্যাটিংয়েও বেশ উন্নতি করেছি।”

বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য নিজেদের ব্যাটিংকেই দুষলেন। তিনি বলেন, “এটি একটি বড় পরাজয়। আমরা সাধারণ এখানে ভালো খেলি কিন্তু আজ হয়নি। বোলাররা দারুণ একটি সুযোগ এনে দিয়েছিলেন কিন্তু ব্যাটসম্যানদের কারণে তা কাজে লাগানো যায় নি।”

“দ্বিতীয় উইকেটে একটা বড় জুটি গড়ে উঠছিল কিন্তু পরের দিকের কোনো ব্যাটসম্যান সেভাবে দায়িত্ব নিয়ে খেলতে পারে নি। ব্যাটসম্যানরা বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছেন,” যোগ করেন তিনি।

ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারলেও টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী মুশফিক। 




টেস্ট দলে ফিরলেন আশরাফুল 







ঢাকা, ডিসেম্বর ৭  মোহাম্মদ আশরাফুলকে ফিরিয়ে এনে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া দলে ফিরেছেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, রবিউল ইসলাম ও নাজিমউদ্দিন।

ওয়ানডেতে ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েন আশরাফুল। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না। তবে মাঝের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা ও জাতীয় লিগে ভালো ব্যাটিংয়ের সুবাদে আবার জাতীয় দলে ফিরলেন তিনি।

জাতীয় লিগে ৬টি ম্যাচ খেলে একটি শতক ও তিনটি অর্ধশতকসহ ৪১ গড়ে ৪১০ রান করেছেন আশরাফুল। ঢাকা মেট্রোর পক্ষে সর্বশেষ তিন ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেন তিনি।

সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার ঠিক পরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিও ম্যাচ খেলতে পারেননি মাহমুদুল্লাহ। সুস্থ হয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফেরার পর প্রত্যাশিতভাবে টেস্ট দলেও সুযোগ পেলেন তিনি।

মিডিয়াম পেসার রবিউল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো বোলিংয়ের সুবাদে দলে ফিরেছেন। গত মাসের ঐ সফরে ১১ উইকেট নেন তিনি। তিনি অবশ্য অসুস্থতা বা বাজে খেলার কারণে বাদ পড়েননি। বাংলাদেশ সাধারণত তিনজন পেসার খেলায় না বলেই রবিউল বাদ পড়েছেন বলে মন্তব্য করেছিলেন কোচ স্টুয়ার্ট ল।

২০০৮ সালের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি চট্টগ্রামের অধিনায়ক নাজিমউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া বাংলাদেশ ‘এ’ দলেও ছিলেন না তিনি। জাতীয় লিগে একটি শতক ও চারটি অর্ধশতকসহ ৪১.৮৪ গড়ে তার রান ৫৪৪।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস, রকিবুল হাসান ও শুভাগত হোম চৌধুরী।

ওই সিরিজে মুশফিকুর রহিম ইমরুলের কাছ থেকে বড় কিছুর আশা করেছিলেন। কিন্তু অধিনায়কের প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। আসলে সময়টাই ভালো যাচ্ছে না তার। পাকিস্তানের বিপক্ষে মাত্র একটি ওয়ানডেতে খেলার সুযোগ পেয়েছেন। এবার বাদ পড়লেন দল থেকেই। ১৬ টেস্টে একটি অর্ধশতক সহ ১৭.১৫ গড়ে ৫৪৯ রান করা ইমরুলের টেস্ট দল থেকে বাদ পড়া অবশ্য একরকম অনুমিতই ছিলো।

ঘরোয়া ক্রিকেটে ভালো করে দলে ফিরেছিলেন রকিবুল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতার মাশুল দিয়ে বাদ পড়লেন তিনিও। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও অনুজ্জ্বল ছিলেন রকিবুল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট-ওয়ানডে দুটো দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি শুভাগত। অবশ্য জাতীয় লিগ ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি রান পাননি।

৯ ডিসেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট।